Thursday, January 11, 2018

নতুন বাসার জন্য যেসব পুরাতন ফার্নিচার কিনতে পারেন

By Ripon Abu Hasnat   Posted at  10:56 AM   ফার্নিচার ক্রয় No comments

ডাইনিং টেবিল


যে কয়টি জিনিস বাড়িতে না থাকলেই নয় তার মাঝে অন্যতম হচ্ছে ডাইনিং টেবিল। এটিতে সবাই মিলে শুধু যে খাবার খাওয়া হয় তাই নয় বরং সারাদিনের সব গল্প সবাই সবার সাথে ভাগও করে নেয়া হয় এখানেই। তাই ডাইনিং টেবিল থাকাটা আবশ্যক। একটি ব্যবহৃত সাধারণ ডাইনিং টেবিল আপনি যেকোনো কাঠের দোকানেই পাবেন। টেবিলের সাথে সাধারণ চেয়ার এবং অন্যান্য আনুষঙ্গিকও আপনি সেখানেই খুঁজে পাবেন।

 

অল্প দামে এমন একটি ডাইনিং টেবিল ও চেয়ার কিনে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। পরে যখন হাতে টাকা পয়সা বেশি থাকবে তখন এটি বেচে দিয়ে অন্য দামী ডাইনিং টেবিল কিনে ফেলতে পারবেন। এখন তো আবার ফ্লেক্সিবল টেবিলও কিনতে পাওয়া যায়। এগুলি ভাজ করে ঘরের পাশে রেখে দেয়া যায়। চেয়ারগুলিও একটির উপর একটি রেখে অনেক জায়গা বাঁচানো যায়। এগুলির খরচও তেমন বেশি নয়। আপনি চাইলে এগুলিও কিনে ফেলতে পারেন।

 

সাইড টেবিল



ঘরের অনেক কাজেই সাইড টেবিল লাগে এখন। লিভিং রুমে ছোটখাটো জিনিস রাখতে গেলে, টিভির রিমোট রাখতে গেলে, স্ন্যাক্সের প্লেট রাখতে গেলে একটা সাইড টেবিল লাগে। অনেক সময় রিডিং রুমে টেবিলের পাশে ল্যাম্প রাখতে অথবা পড়ার জন্য কয়েকটা বই রাখতে গেলেও একটি বাড়তি সাইড টেবিল লাগেই। তাই এসব সাইড টেবিল কেনার ক্ষেত্রেও আপনি ব্যবহৃত সাইড টেবিল কিনতে পারেন।

 

তাছাড়া এসব সাইড টেবিল কাঠের আছে আবার প্লাস্টিকের আছে। কিছু কিছু সাইড টেবিলে আবার কয়েক ভাগের কম্পার্টমেন্ট থাকে। সেগুলিতে ডিভিডি বা হালকা কিছু বই রাখতে পারবেন আপনি। তাই নিজের পছন্দ এবং প্রয়োজন বুঝে সে অনুযায়ী সাইড টেবিল কিনবেন। কেনার আগে অবশ্যই দাম যাচাই করে নেবেন।

 

খাট


নতুন বাড়িতে অনেকেই পুরনো খাট নিয়ে যেতে চান না। এর নানা রকম কারণ রয়েছে। হয়তো পুরনো খাটটি ভেঙ্গে গেছে, হয়তো খাটটিতে বসলে আওয়াজ হয়, হয়তো খাটটি ভেঙ্গে যাবে এমন অবস্থায় আছে ইত্যাদি। কিছু ক্ষেত্রে তো খাটে এবং জাজিমে ছারপোকাও থাকে। এই কারনেও অনেকে নতুন বাড়িতে খাট আনতে চান না। কারণ যেটিই হোক না কেন একদম নতুন খাট না কিনে ব্যবহৃত খাট কিনে সেটি কিছু দিনের জন্য ব্যবহার করাটা মোটেও খারাপ কাজ নয়।

 

ফার্নিচারের দোকানে আপনি খুঁজলেই পুরনো খাট পাবেন। কিছু কিছু খাট এতো টেকসই হয় যে পুরনো হলেও সেটি নষ্ট হয় না। সেসব খাট আপনি অনায়াসে আরও পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন। এসব খাট মানুষ বিক্রি করে প্রধানত একটি কারণেই। সেটি হচ্ছে খাটের ডিজাইন। এসব খাটের ডিজাইন খুব পুরনো হয় আর সেই কারণেই সবাই এগুলি বিক্রি করে দেয়। কিন্তু টেকসই থাকার ব্যাপারটি কেউ চিন্তাও করে না।

 

এই কারণেই আপনি এমন খাট কিনে ফেলবেন। এগুলি কিনতে খরচ অনেক কম লাগে। ডিজাইন নিয়ে ভাববেন না। কারণ বেড কভারে আড়ালে খাটের ডিজাইন ঢেকে যাবে। আজকাল তো আবার ফ্লোরের কাছাকাছি থাকে এমন কিছু নতুন ধরণের খাট পাওয়া যায়। এগুলি দেখতেও সুন্দর আবার সহজে ভাঙ্গেও না। এগুলির খরচও কম। এমন ধরণের খাটও আপনি কিনে ফেলতে পারেন আপনার নতুন বাড়িতে ব্যবহারের জন্য। 

About the Author

Nulla sagittis convallis arcu. Sed sed nunc. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
View all posts by: BT9

0 comments:

Back to top ↑
© 2013 ফার্নিচার জগত. WP Mythemeshop Converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.