বর্তমানে বাঁশ-বেতের
আসবাবপত্রে রং ও ডিজাইনে এসেছে ভিন্নতা। যা আপনার বসার ঘরের সৌন্দর্যটাই
বদলে দিতে পারে। শুধু বসার ঘর কেন আপনার বাড়ির বেডরুম, ডাইনিং, বারান্দা,
বাড়ির লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি হচ্ছে বেত ও বাঁশ দিয়ে।
আর এগুলো দেখতে যেমন সুন্দর, ব্যবহারেও তেমনি আরামদায়ক। আর দামও হাতের
নাগালে।
যেখানে পাওয়া যাবে
রাজধানীর বনানী এলাকায় বেশ কয়েকটি বেতের
ফার্নিচারের দোকান রয়েছে। এছাড়া পান্থপথ, গ্রীন রোড, বাড্ডা, নতুন বাজার,
গুলশান মার্কেট, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর টাউনহল ও উত্তরা মাসকাট প্লাজায়
বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান রয়েছে। আপনি যেখান থেকেই বাঁশ ও বেতের
ফার্নিচার কিনুন না কেনো দেখেশুনে দামাদামি করে তারপর কিনুন। আর কেনার সময়
মনে রাখবেন বাঁশ ও বেতের আসবাবপত্রের দাম নির্ভর করে সাইজ, ডিজাইন ও
কাঁচামালের কোয়ালিটির উপর।
বসার মোড়া ১ থেকে ২ হাজার টাকা, ডাইনিং
টেবিল ১৫ থেকে ৪০ হাজার টাকা, সোফার সেট ১৫ হাজার থেকে ২ লাখ টাকা,
বাচ্চাদের দোলনা ৩ থেকে ৬ হাজার টাকা, খাট ও ডিভান ৫ থেকে ২৫ হাজার টাকা,
ওয়ারড্রব ২২ থেকে ৩৫ হাজার টাকা। ফ্রুট বাস্কেট ও ডালাকুলারা দাম পড়বে ৫শ
থেকে আড়াই হাজার টাকা।
যদি আপনার বাসা এসব ফার্নিচার দিয়ে সাজাতে
চান তবে ঘুরে আসুন একবার বাঁশ ও বেতের ফার্নিচারের দোকান থেকে। আপনার রুচি
ও পছন্দ মত আসবাবপত্র নিয়ে আসুন। আর ঘরটাকে সাজান মনের মতো করে।

0 comments: