ঘর সাজাতে আর গোছাতে আধুনিক ফার্নিচারে যোগ হয়েছে দেয়াল শেলফ। সাধারণত কাঠ,
বাঁশ, বেত, কাঁচ, প্লাস্টিক, বিভিন্ন ধরণের বোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে এই
শেলফ। লাইট বিচ , ওক , ব্লাক , খয়েরি, ম্যাপল, একাধিক রঙের কম্বিনেশন শেলফ
চোখে পড়বে বাজার ঘুরলে। দেয়ালে শেলফ সেটে দেবার জন্য বেছে নিতে হবে জানালা বিহীন দেয়ালটি। ফ্লোর
থেকে তিন চার ফুট বাদ দিয়ে বাকী দেয়ালে সেট করা যেতে পারে। অথবা পুরো
দেয়ালজুড়েও বসিয়ে দিতে পারেন শেলফ। আবার অনেক বড় না করে ছোট পাট-পাট করে
ঘরের প্রয়োজন অনুযায়ী জায়গাগুলতেও সেট করা যায়। যেমন বারান্দার কর্নারের
দেয়ালে রাখা যেতে পারে ছোট শেলফ । রাখতে পারেন ওয়াশ রুমের সামনের
দেয়ালটিতে। তবে ড্রইং রুমেই বেশি মানানসই।
দেয়ালে নান্দনিক শেলফ শেলফ সাজিয়ে তুলতে পারেন- ট্যারাকোটা, পটারি আর ছোট
বড় শোপিস দিয়ে। রাখতে পারেন ফটোফ্রেম, ফুলদানী, পছন্দের বই আর ম্যাগাজিন।
তাছাড়া শেলফটি যদি হয় ড্রইং রুমে তাহলে নিজের অর্জিত কোন পুরুস্কার সাজিয়ে
দিতে পারেন।
যারা ঘরটা দেশীয় সাজে সাজাতে চান তারা বেছে নিতে পারেন বাঁশ বা বেতের তৈরি শেলফ। আর ভিক্টোরিয়ান লুক চাইলে কাঠের শেলফই পূরণ করতে পারবে আপনার চাহিদা। যদিও কেউ কেউ কাঁচের আসবাবের দিকে ঝুঁকছেন। আপনি যদি সেই দলের হোন বেছে নিন কাঁচের বক্স শেলফ। আর ঘরের ফার্নিচারে কম্বিনেশন চাইলে অন্যান্য ঘরের অন্যান্য ফার্নিচারের সাথে মিলিয়ে নিন।
যারা ঘরটা দেশীয় সাজে সাজাতে চান তারা বেছে নিতে পারেন বাঁশ বা বেতের তৈরি শেলফ। আর ভিক্টোরিয়ান লুক চাইলে কাঠের শেলফই পূরণ করতে পারবে আপনার চাহিদা। যদিও কেউ কেউ কাঁচের আসবাবের দিকে ঝুঁকছেন। আপনি যদি সেই দলের হোন বেছে নিন কাঁচের বক্স শেলফ। আর ঘরের ফার্নিচারে কম্বিনেশন চাইলে অন্যান্য ঘরের অন্যান্য ফার্নিচারের সাথে মিলিয়ে নিন।
এই শেলফের সুবিধা হচ্ছে খুব সহজেই দেয়ালে যেমন সেট করা যায় আবার প্রয়োজন মত বদলে নেয়া যায়। ঘরের সাজে নতুন লুক আনতে চাইলে দেয়ালের শেলফ খুলে নতুন ডিজাইন অনুযায়ী সেট করা যাবে। তবে দ্বিতীয় বার শেলফ সেট করলে আগের তুলনায় ছোট হয়ে যাবে।
কি কি বিষয় খেয়াল রেখে সেট করতে হবেদেয়ালের রঙের সাথে মিলিয়ে শেলফ সেট করে দিতে পারেন। এতে করে শেলফে সাজানো জিনিস আরও উজ্জ্বল দেখাবে। একই রুমের চার দেয়ালের মধ্যে যদি একটি দেয়ালের রঙ ভিন্ন হয় তাহলে ঐ রঙের বর্ডার করে দিতে পারেন শেলফে। সাধারণত শিশুদের ঘরের শেলফ কালারফুল করা ভাল।
পাবেন কোথায়
হাতিল বা অটবির শো রুম থেকে কিনে নিতে পারেন তৈরি করা শেলফ। এছাড়া যে কোন ফার্নিচারের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন। বেতের শেলফ পাবেন মহাখালীর আমতলীতে। প্লাস্টিকের শেলফ মিলবে নিউমার্কেটে।
দরদাম
দাম নির্ভর করে সাইজ, ডিজাইন আর কি দিয়ে বানাচ্ছেন তার উপর। জানিয়ে দিচ্ছি সম্ভাব্য দরদাম । ৫/৪ ফুটের শেলফের দাম- প্লাস্টিকের ৭০০- ১০০০ টাকা। বেতের ৪০০০ টাকা, কাঁচের ৬০০০ থেকে সাড়ে ৭ হাজার টাকা। রড আয়রন সাড়ে ৭ হাজার টাকা। সেগুন কাঠ দিয়ে বানাতে খরচ করতে হবে ২০ হাজার টাকা। তবে কেরোসিন কাঠ দিয়ে ২০০০ টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন নান্দনিক শেলফ। অটবি ব্র্যান্ডের শেলফ কিনতে পারবেন ১০,১০০ টাকায়।
দাম নির্ভর করে সাইজ, ডিজাইন আর কি দিয়ে বানাচ্ছেন তার উপর। জানিয়ে দিচ্ছি সম্ভাব্য দরদাম । ৫/৪ ফুটের শেলফের দাম- প্লাস্টিকের ৭০০- ১০০০ টাকা। বেতের ৪০০০ টাকা, কাঁচের ৬০০০ থেকে সাড়ে ৭ হাজার টাকা। রড আয়রন সাড়ে ৭ হাজার টাকা। সেগুন কাঠ দিয়ে বানাতে খরচ করতে হবে ২০ হাজার টাকা। তবে কেরোসিন কাঠ দিয়ে ২০০০ টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন নান্দনিক শেলফ। অটবি ব্র্যান্ডের শেলফ কিনতে পারবেন ১০,১০০ টাকায়।
0 comments: