নিজের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে চান প্রত্যেক গৃহিণীই। বাড়ি
সাজানোর সময় সব চাইতে বেশি গুরুত্ব পায় বসার ঘর। কারণ কেউ বেড়াতে এলে
সেখানেই মূলত বসতে দেয়া হয়। তাই আজকে চলুন দেখে নেয়া যাক কিভাবে নিজের বসার
ঘরটাকে সাজিয়ে ফেলবেন কম খরচেই।
সোফা সেট
ইদানীং একটু স্টাইলিশ ধরণের সোফা সেটের প্রচলন শুরু হয়েছে। ‘L’ আকারের সোফাগুলো বেশ কম দামেই পাওয়া যায় ব্র্যান্ডের দোকানগুলো বাদে। এছাড়া ফার্নিচার মার্কেটে বেশ কম দামেই সাধারণ কিন্তু ডিজাইনেবল সোফা সেট খুঁজে পেতে পারেন।
ইদানীং একটু স্টাইলিশ ধরণের সোফা সেটের প্রচলন শুরু হয়েছে। ‘L’ আকারের সোফাগুলো বেশ কম দামেই পাওয়া যায় ব্র্যান্ডের দোকানগুলো বাদে। এছাড়া ফার্নিচার মার্কেটে বেশ কম দামেই সাধারণ কিন্তু ডিজাইনেবল সোফা সেট খুঁজে পেতে পারেন।
বুকশেলফ
কম খরচে বসার ঘর সাজানোর অন্যতম উপায় হচ্ছে বুকশেলফ রাখা। কাঠ কিংবা নানা ধরণের ডিজাইনেবল বুকশেলফ আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। আর বই তো কম বেশি সকলের ঘরেই থাকে। বুকশেলফে সুন্দর করে বই সাজিয়েও বসার ঘর সাজিয়ে নিতে পারেন।
কম খরচে বসার ঘর সাজানোর অন্যতম উপায় হচ্ছে বুকশেলফ রাখা। কাঠ কিংবা নানা ধরণের ডিজাইনেবল বুকশেলফ আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। আর বই তো কম বেশি সকলের ঘরেই থাকে। বুকশেলফে সুন্দর করে বই সাজিয়েও বসার ঘর সাজিয়ে নিতে পারেন।
ডিভান অথবা ফরাস
সোফা সেটের পাশাপাশি একটি ডিভান কিংবা একটি ফরাস মাটিতে পেতে বেশ কিছু কুশান সাজিয়ে বসার ঘরকে দিতে পারেন শৌখিন লুক।
সোফা সেটের পাশাপাশি একটি ডিভান কিংবা একটি ফরাস মাটিতে পেতে বেশ কিছু কুশান সাজিয়ে বসার ঘরকে দিতে পারেন শৌখিন লুক।
কর্নার
বসার ঘরের কোণে একটি ছোটো কর্নারে বিভিন্ন স্যুভনির, শো পিস সাজিয়েও বেশ আকর্ষণীয় লুক দিতে পারেন। শো পিস খুব দামী হওয়ারও প্রয়োজন নেই। একটু ভিন্নধর্মী হলেই বেশ লাগবে দেখতে।
বসার ঘরের কোণে একটি ছোটো কর্নারে বিভিন্ন স্যুভনির, শো পিস সাজিয়েও বেশ আকর্ষণীয় লুক দিতে পারেন। শো পিস খুব দামী হওয়ারও প্রয়োজন নেই। একটু ভিন্নধর্মী হলেই বেশ লাগবে দেখতে।
গাছ
বসার ঘর কম খরচে সাজাতে আরও সাহায্য করবে ঘরোয়া গাছ। ছোটো ছোটো সুন্দর গাছের মাধ্যমে এবং বাহারি টব ব্যবহার করেও সাজিয়ে নিতে পারেন বসার ঘর। চাইলে আর্টিফিশিয়াল বড় গাছ ও ফুল দিয়েও সাজাতে পারেন।
বসার ঘর কম খরচে সাজাতে আরও সাহায্য করবে ঘরোয়া গাছ। ছোটো ছোটো সুন্দর গাছের মাধ্যমে এবং বাহারি টব ব্যবহার করেও সাজিয়ে নিতে পারেন বসার ঘর। চাইলে আর্টিফিশিয়াল বড় গাছ ও ফুল দিয়েও সাজাতে পারেন।
পেইন্টিংস
বসার ঘরের দেয়ালে সুন্দর পেইন্টিংস সাজিয়েও শৌখিন লুক আনতে পারেন। বাজারে কমদামী কিন্তু অনেক সুন্দর ও আধুনিক মানের পেইন্টিংস পাওয়া যায়। বুঝে শুনে কিনে মনের মতো করে সাজিয়ে ফেলতে পারেন।
বসার ঘরের দেয়ালে সুন্দর পেইন্টিংস সাজিয়েও শৌখিন লুক আনতে পারেন। বাজারে কমদামী কিন্তু অনেক সুন্দর ও আধুনিক মানের পেইন্টিংস পাওয়া যায়। বুঝে শুনে কিনে মনের মতো করে সাজিয়ে ফেলতে পারেন।
পর্দা
শুধুমাত্র পর্দার খেলাতেই বসার ঘরকে দিতে পারেন আকর্ষণীয় লুক। নানা ধরণের, রঙের ও ডিজাইনের পর্দা ফার্নিচার ও দেয়ালের রঙের সাথে মিলিয়ে কিনে সাজাতে পারেন বসার ঘর।
শুধুমাত্র পর্দার খেলাতেই বসার ঘরকে দিতে পারেন আকর্ষণীয় লুক। নানা ধরণের, রঙের ও ডিজাইনের পর্দা ফার্নিচার ও দেয়ালের রঙের সাথে মিলিয়ে কিনে সাজাতে পারেন বসার ঘর।

0 comments: