সারাদিনের হাজারো কাজ-কর্মের ঝামেলা ঝেড়ে বাসায় ফিরে সৌখিন
ফার্ণিচারে একটু আরাম-আয়েশের ইচ্ছা কার না জাগে । তবে এ আরাম-আয়েশের জন্য
যে দামী ফার্ণিচারই ব্যবহার করতে হবে তা কিন্তু ঠিক নয়, কমদামী ফার্ণিচারও
ব্যবহার করা যায় । যার মধ্যে অন্যতম নানান ডিজাইনের বেতের ফার্নিচার।
কেন ব্যবহার করবেন ?
দাম কম, ওজনে হালকা, ফলে সহজে বহনযোগ্য, বার্ণিশ বা এলামেল পেইন্ট ব্যবহারে দেখতে সুন্দর ও মজবুত থাকে ।
দাম কম, ওজনে হালকা, ফলে সহজে বহনযোগ্য, বার্ণিশ বা এলামেল পেইন্ট ব্যবহারে দেখতে সুন্দর ও মজবুত থাকে ।
যেসব স্থানে ব্যবহার করবেন !
আধুনিকতার ছৌঁয়ায় দিন দিনই মানুষ রুচিশীল ও শৌখিন হয়ে উঠছে । ফলে বেড়েছে মানুষের ফার্নিচার ব্যবহারে চাহিদা ও এর দর । বাসাবাড়ী কিংবা অফিসের যে কোন স্থানে বেতের ফার্নিচার ব্যবহার করা যায় । তবে শুধুমাএ ব্যবহার করলেই চলবে না, সাথে সাথে এর মানান সইয়ের দিকটাও মাথায় রাখতে হবে ।
আধুনিকতার ছৌঁয়ায় দিন দিনই মানুষ রুচিশীল ও শৌখিন হয়ে উঠছে । ফলে বেড়েছে মানুষের ফার্নিচার ব্যবহারে চাহিদা ও এর দর । বাসাবাড়ী কিংবা অফিসের যে কোন স্থানে বেতের ফার্নিচার ব্যবহার করা যায় । তবে শুধুমাএ ব্যবহার করলেই চলবে না, সাথে সাথে এর মানান সইয়ের দিকটাও মাথায় রাখতে হবে ।
বাসাবাড়ীতে বেতের ফার্ণিচারের ব্যবহার :
হালকা ধরনের গদির ব্যবহারে তৈরি বেতের ছোফা এবং বেতের তৈরি গ্লাস টব টেবিল ব্যবহার করা যেতে পারে ড্রয়িং রুমে । বেতের সিঙ্গেল ও ডাবল খাট এর পাশাপাশি বইয়ের তাক, বেতের মোড়া, চেয়ার, ইজি চেয়ার এবং বেতের ফুলদানিসহ আয়না ব্যবহার করা যেতে পারে বেড রুমে । বারান্দায় করা যেতে পারে চেয়ার অথবা মোড়ার ব্যবহার। বেতের তৈরি টেবিল, চেয়ার, ঝুড়ি অথবা দোলনা ব্যবহার করা যেতে পারে বাগানে । শহরের পাশাপাশি গ্রামের বাড়ীতেও মানানসই বেতের ফার্নিচার ব্যবহার করা যেতে পারে গ্রামের বাড়ীতে ।
হালকা ধরনের গদির ব্যবহারে তৈরি বেতের ছোফা এবং বেতের তৈরি গ্লাস টব টেবিল ব্যবহার করা যেতে পারে ড্রয়িং রুমে । বেতের সিঙ্গেল ও ডাবল খাট এর পাশাপাশি বইয়ের তাক, বেতের মোড়া, চেয়ার, ইজি চেয়ার এবং বেতের ফুলদানিসহ আয়না ব্যবহার করা যেতে পারে বেড রুমে । বারান্দায় করা যেতে পারে চেয়ার অথবা মোড়ার ব্যবহার। বেতের তৈরি টেবিল, চেয়ার, ঝুড়ি অথবা দোলনা ব্যবহার করা যেতে পারে বাগানে । শহরের পাশাপাশি গ্রামের বাড়ীতেও মানানসই বেতের ফার্নিচার ব্যবহার করা যেতে পারে গ্রামের বাড়ীতে ।
অফিস ও অন্যান্য স্থানে বেতের ফার্ণিচারের ব্যবহার :
অফিস, রেস্টুরেন্টসহ অন্যান্য স্থানে বেতের তৈরি ফার্ণিচার ও বিভিন্ন ডিজাইনের শো-পিচ ব্যবহার করা যেতে পারে । তবে এতে চাইলে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরা যেতে পারে ।
অফিস, রেস্টুরেন্টসহ অন্যান্য স্থানে বেতের তৈরি ফার্ণিচার ও বিভিন্ন ডিজাইনের শো-পিচ ব্যবহার করা যেতে পারে । তবে এতে চাইলে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরা যেতে পারে ।
বাজার দর :
বেতের তৈরি ফার্ণিচারের সর্বনিন্ম মূল্য ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । যার মধ্যে বেতের ডালা ৫০ টাকা, তিন ভাঁজের ৬’-০” x ৪’-০” পার্টিশন ৪০০০ টাকা, খাঁট ৬০০০-১৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
বেতের তৈরি ফার্ণিচারের সর্বনিন্ম মূল্য ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । যার মধ্যে বেতের ডালা ৫০ টাকা, তিন ভাঁজের ৬’-০” x ৪’-০” পার্টিশন ৪০০০ টাকা, খাঁট ৬০০০-১৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
কোথায় পাবেন ?
রাজধানী ঢাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, নবাবপুর এবং পান্থপথসহ আরো অনেক এলাকায় ছোট বড় সবধরনের বেতের তৈরি ভিন্ন ভিন্ন ডিজাইনে ফার্ণিচার পাওয়া যাবে ।
রাজধানী ঢাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, নবাবপুর এবং পান্থপথসহ আরো অনেক এলাকায় ছোট বড় সবধরনের বেতের তৈরি ভিন্ন ভিন্ন ডিজাইনে ফার্ণিচার পাওয়া যাবে ।
0 comments: