ঘর সাজাতে বাহারি ডিজাইনের কাঠের আসবাবের তুলনা হয় না। কাঠের তৈরী খাট, চেয়ার, টেবিল ও ডেসিন থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার সবারই নজর কাড়ে। অভিজাত, রাজকীয়, নান্দনিক সব ধরনের বিশেষণই বেশ যায় এই কাঠের আসবাবের সঙ্গে। তবে সামান্য অযত্ন আর অবহেলার কারনে আপনার কাঠের আসবাব নষ্ট হয়ে যেতে পারে। তাই ঘরের শোভা বাড়াতে কাঠের আসবাব শুধু কিনলেই হবে না, প্রয়োজন এর সঠিক যত্ন ও পরিচ্ছন্নতা। চলুন তাহলে কাঠের আসবাব পরিচ্ছন্ন রাখার ১২টি টিপস জেনে নেই।
১. কাঠের আসবাবপত্র প্রতিদিন শুকনো ও নরম কাপড় দিয়ে মুছুন। কারণ কাঠের আসবাবের ফাঁকে ফাঁকে ধুলো জমে থাকে।
২. ভিজা কাপড় দিয়ে উডেন ফার্নিচার পরিষ্কার করবেন না। এতে আসবাবের ওপরে দাগ হয়ে যাবে।
৩. কাঠের ফার্নিচার চকচকে রাখতে চাইলে ৬ মাস অন্তর পলিশ করাতে পারেন। নানা ধরনের পলিশ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। যে কোনো এক ধরনের পলিশ ব্যবহার করুন।
৪. ফার্নিচারে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় সে জন্য ছয় মাস পর পর নিম তেল স্প্রে করুন।
৫. পোকামাকড়ের উপদ্রব হলে সেই ফার্নিচার আলাদা করে রাখুন। এরপর ব্যবস্থা নিন।
৬. রোদের মধ্যে কাঠের আসবাব রাখবেন না। এতে কাঠের রঙ নষ্ট এবং হালকা হয়ে যাবে। এ ছাড়া কড়া রোদের তাপে কাঠে ফাটলও ধরতে পারে। ঘরের মধ্যে খুব রোদ এলে ভারি পর্দা ব্যবহার করুন।
৭. কাঠের টেবিলের উপরে সরাসরি পানির গ্লাস রাখবেন না। ট্রে ব্যবহার করুন গ্লাস রাখার জন্য। তা না হলে পানি লেগে কাঠ নষ্ট হয়ে যাবে।
৮. অতিরিক্ত ঠাণ্ডা বা গরম এরকম বদ্ধ জায়গায় কাঠের আসবাব স্টোর করবেন না। এতে কাঠ নষ্ট হয়ে যাবে।
৯. ফার্নিচার এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্টগুলো যেন না ভাঙে।
১০. গরম পাত্র রাখলে অনেক সময় কাঠের রঙ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে নরম কাপড়ে কর্পূর বা মিনারেল স্পিরিট দিয়ে ঘষতে থাকুন। দাগ উঠে যাবে।
১১. কাঠের মধ্যে স্ক্রাচ বা আঁচড়ের মতো দাগ হলে ম্যাচিং স্যু পলিশ ব্যবহার করতে পারেন।
১২. সিগারেটের ছাই পড়ে দাগ হলে স্ক্র্যাচ কনসিলিং পলিশ ব্যবহার করুন। খুব গরম পাত্র টেবিলের ওপর রাখবেন না। এতে কাঠের রঙ নষ্ট হয়ে যাবে, আসবাবের ওপর স্থায়ী দাগ বসে যাবে। টেবিল ম্যাট ব্যবহার করুন।